Traslation on Preposition 3

Traslation on Preposition 3

Traslate into English

১। আমি এক সপ্তাহের মধ্যে টাকাটি পাঠিয়ে দেব। 

২। আমি এক সপ্তাহ পরে টাকাটি পাঠাব। 

৩। সে এক মাসের ভিতরে আসবে।

8। তিনি দশদিন পর যাবেন। 

৫। সে তিনদিনের মধ্যেই ফিরে আসবে। 

৭। রবিৱ কাকা সোমবারে আসবে। 

৮। তিনি কাল দশটার সময় আসবেন৷ 

৯। তার মামার বাড়ি উদয়পুর। 

১০। আমাদের বাড়ী আসাম৷ 

১১। সে তিনদিন পর বাড়ী আসবে।

১২। সে বলেছে ঠিক দশটায় আসবে। 

১৩। তুমি কয়টায় আসবে?

8। তুমি কি আজ দশটার সময় আসবে? 

১৫। সে কি শনিবারে আসবে? 

১৬। তুমি কি আজ আসবে? 

১৭। আমি কি তোমার সঙ্গে যাব? 

১৮। এখন দশটা বাজে। 

১৯। এখন দশটা বেজে পাঁচ মিনিট৷ 

২০। এখন দশটা বাজবার পাঁচ মিনিট বাকী। 

২১। এখন সোওয়া দশটা বাজে। 

২২। এখন পৌনে দশটা৷ 

২৩। এখন সাড়ে দশটা বাজে। 

২৪। এখন দশটা বাজার বিশ মিনিট বাকি। 

২৫1 আমি পাচটার সময় যাব। 

২৬। তুমি কি সোওয়া দশটায় আসবে? ২৭। তুমি সাড়ে চারটার সময় যাবে? 

২৮। সে কেন আজ দশটায় আসেনি? 

২৯। তুমি কেন আজ তিনটার সময় এসেছিলে? 

৩০। আমি পাচটার সময় আসব। 

৩১। তুই করে আসবি? 

৩২। আমার ঘড়িতে সােওয়া ছয়টা বেজেছে। 

৩৩। ঘরের ভিতরে ঢুক। 

৯৭। ছবিটি টেবিলের উপর1 

৯৮। আমাদের মাথার ওপরে আকাশ। 

৯৯। তোমার মাথার উপর দিয়ে একটি পাখী উড়ে গেল। 

৩8। আমি এখানে দশটা পর্যন্ত আপেক্ষা করব। 

৩৫। সে বলেছে সে দশটার সময় আসবে। 

৩৬। আমি একমাস পরে আসব। 

৩৭। আমি ছয় বৎসর ধরে এখানে কাজ করছি। 

৩৮। সে ২০০৫ সাল থেকে এখানে বাস করছে। 

৩৯। আমি নয় দিন আগে এখানে এসেছিলাম।

৪০। আমি নয়দিন পরে যাব।

৪১। তুমি কত বৎসর পরে আসবে? 

8২। আমি তিনদিনের মধ্যেই ফিরব৷ 

৪৩। তুমি কত বৎসর পরে আসবে? 

৪৪। তুমি দশটা পর্যন্ত আপেক্ষা করবে।  

৪৫। আমি দশটা থেকে কাজ করছি। 

৪৬। আমি বার তারিখ পর্যন্ত আপেক্ষা করব। 

৪৭। টাকা ছাড়াও সে আমাকে কিছু খাবার দিল৷ 

৪৮। আমি বার তারিখ থেকে পনের তারিখ পর্যন্ত স্কুলে বাংলা পড়ব।  

8৯। তুমি রবিবাবের আগেই ফিরবে৷ 

৫০। আমি সারা বৎসর ধরে পড়াশুনা করেছি।  

৫১। আমি সারা পৃথিবী ঘুরেছি৷ 

৫২। এখন দশটা বেজে দশ মিনিট হল। 

৫৩। সে রবিবাবের আগেই আসবে।

৫৪। আমি রবিবাবের পরে যাব। 

৫৫। টেবিলের উপর কলমটি রাখ। 

৫৬। আমি টেবিলের নীচে লুকিয়েছিলাম। 

৫৭। সে ঘরের ভিতরে আছে। 

৫৮। আমরা ঘরে ঢুকলাম।

৫৯। সে বাড়ি থেকে আসছিল৷ 

৬০। সে এক বৎসর পরে বাংলাদেশ থেকে আসবে। 

৬১। আমি চারটা থেকে ছয়টা পযড়ন্ত পড়াশুনা করব। 

৬২। আমি পাঁচ বৎসর বয়সে স্কুলে ভর্তি হয়েছি। 

৬৩। আমি এই কলমটি পাচ টাকা দিয়ে কিনেছি।

৬৪। এই গাড়িটি তুমি কত টাকা দিয়ে কিনেছ? 

৬৫। আমরা এই বাড়িটি দশ লক্ষ টাকায় কিনেছি।

৬৭। সে দিল্লীতে বসবাস করে। 

৬৮। আমি রবিবারের ভিতরে কাজটি শেষ করব।

৬৯। এই কলমটির দাম পনের টাকা৷ 

৭০। আমি এটি ২০ টাকায় কিনেছি। 

৭১। সে দশ বৎসর থেকে এই কাজ করছে৷ 

৭২। তার ত্রিশ বৎসর বয়সে বিয়ে হয়েছে। 

৭৩। আমি বাজারের দিকে যাচ্ছি।

৭৪। সে কুয়োর ভিতরে লাফিয়ে পড়ল। 

৭৫। মে প্রতিদিন এক ঘন্টা ব্যয়াম করে৷ 

৭৭। তুমি প্রতিদিন কতক্ষন পড়াশুনা কর? 

৭৮। সে রবিবারে আমাদের বাড়ী আসবে৷ 

৭৯। তুমি এই কস্পিউটারটি কত টাকায় কিনেছ? 

৮০। সে কত গাড়িটি কত টাকায় কিনেছে?  

৮১। তারা শীতকালে বেড়াতে গিয়েছিল৷ 

৮২। সে ঢিফিনের সময় পালিয়ে এসেছে। 

৮৩। আমি সারাদিন ধরে কাজ করছি৷ 

৮৪। সারা দেশে ভূমিকম্প হয়েছে৷ 

৮৫। আমি তোমার কথা ভাবছিলাম। 

৮৭। সে আমার কথা আলোচনা করছিল। 

৮৮। মে দশটায় আসবে বলেছে৷ 

৮৯। আমি ঘরের বাইরে দাড়িয়েছি। 

৯০। তুমি কেন দশটায় আসনি? 

৯১। সে কি প্রতিদিন তিনঘন্টা পড়ে? 

৯২। আমার বাড়ী এখান থেকে তিন মাইল দুরে।


Comments

Popular posts from this blog

Rules of Definite Article

Articles Exercise 2

Introduction to Articles